Saturday, March 15

Tag: চীনা দূতাবাস

ফেনীতে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো চীনা দূতাবাস

ফেনীতে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো চীনা দূতাবাস

China
আগস্ট ২৫, সিএমজি বাংলা: ‘বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালে দেশটির সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের বন্যা-দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে এই উপহারটুকু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকাও আমাদের দায়িত্ব।’ ২৫ আগস্ট রোববার বেলা ২টায় ফেনী জেলার জিএ একাডেমী প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে এ কথা বলেন চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন। চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনায়ের (এবকা) উদ্যোগে এই আয়োজন করা হয়। লিউ ইউইন বলেন, ‘চীনের জনগণের পক্ষ থেকে আমরা বাংলাদেশের দুস্থ মানুষকে যা দিয়েছি, তা কোনো সাহায্য নয়, এটি ভালোবাসার নিদর্শ...