পাখির বাসা : বাবুই পাখির বাসা
চড়ুই পাখি আর বাবুই পাখির ঝগড়ার কথা কে না জানে। একজন থাকে বাড়ির ঘুলঘুলিতে, মহা আরামে। আরেকজন খড়কুটো দিয়ে কোনমতে একটা বাসা বানিয়ে থাকে, রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করে। কিন্তু সময় এখন বিজ্ঞানের। পাখির বাসা নিয়েও হচ্ছে বিস্তর গবেষণা। আরও জানা গেলো বাবুই পাখিদের দিনকাল আর আগের মতো নেই! তারা একেকজন এখন রীতিমতো ইঞ্জিনিয়ার বনে গেছে!
খড়কুটো দিয়ে যা বানিয়ে বেড়াচ্ছে, তাকে আর কাঁচা ঘর বলে অবহেলা করার সাহস পাবে না কবি। চড়ুই পাখি যদি অট্টালিকায় থাকে, তবে বাবুই পাখিরা এখন আছে এপার্টমেন্টে। অন্তত একটা জায়গায় গিয়ে বাবুই পাখির বাসা দেখলে এমনটা মনে হতেই পারে। চড়ুই পাখিও সেখানে বড়াই করা বাদ দিয়ে হা করে তাকিয়ে দেখবে, আর ঈর্ষায় জ্বলবে। কেন, তা জানতে চান? সোজা চলে যান দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে।
ভূতের গল্প : ভূতের দল খেললো ক্রিকেট
মরুভূমি শুনেই আবার ভড়কে যাবেন না। বালু আর ধূ ধূ করা মরু নয় ওটা। বরং পা...