জলাশয়ের স্ত্রীকে চুমু Archives - Mati News
Friday, December 5

Tag: জলাশয়ের স্ত্রীকে চুমু

জলাশয়ের ওপর স্ত্রীকে ঝুলিয়ে চুমু, অতঃপর…

Cover Story, Travel Destinations
জলাশয়ের ওপর স্ত্রীকে ঝুলিয়ে চুমু, অতঃপর… বিশ্বের বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় প্রিয়জনকে নিয়ে ঘুরতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অসংখ্য।  তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক জনপ্রিয় দম্পতি হলেন কেলি কাস্টাইল এবং কোডি ওয়ার্কম্যান।  কিন্তু সম্প্রতি মার্কিন এই দম্পতি নিজেদের একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বালির কেয়ন জঙ্গল রিসর্টে তোলা হয়েছে।  ছবিতে দেখা যাচ্ছে, জলাশয়ের একেবারে কিনারায় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় আঁকড়ে ধরে চুমু খাচ্ছেন কোডি। শেয়ার হওয়ার পর থেকে ছবিটিতে অনেক নেতিবাচক মন্তব্য যুক্ত হতে থাকে।  বেশিরভাগ মানুষ এমন অসুরক্ষিত ছবির জন্য ওই দম্পতির নিন্দা করেছেন। বাকিরা তাদেরকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ্য করেছেন। একজন লেখেন, ‘আপনাদের জীবন দর্শন দেখে বোঝা যাচ্ছে আপনাদের কোনো সাধারণ জ্ঞান নেই।’ আরেক জন লেখেন, ‘নি...