জীবের প্রজনন Archives - Mati News
Sunday, December 14

Tag: জীবের প্রজনন

জীবের প্রজনন || দশম শ্রেণি || জীব বিজ্ঞান : গুরুত্বপূর্ণ তথ্য

জীবের প্রজনন || দশম শ্রেণি || জীব বিজ্ঞান : গুরুত্বপূর্ণ তথ্য

Education, জীববিজ্ঞান, মাধ্যমিক
জীবের প্রজনন || দশম শ্রেণি || জীব বিজ্ঞান : গুরুত্বপূর্ণ তথ্য প্রাথমিক আলোচনা আজ আমরা আলোচনা করবো দশম শ্রেণির জীববিজ্ঞানের জীবের প্রজনন নিয়ে। যার জীবন আছে তার জন্য প্রজনন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে সব জীব বা উদ্ভিদের প্রজনন একভাবেই ঘটে, তা কিন্তু নয়।প্রজনন মূলত যৌন ও অযৌন প্রক্রিয়ায় হয়। আবৃতবীজী উদ্ভিদের মূলত যৌন জনন প্রক্রিয়ায় প্রজনন হয় তবে কোনো কোনো  ক্ষেত্রে অযৌন প্রজননও ঘটে। যৌন প্রজনন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য  ধাপের নাম নিষেক। নিষেকের মাধ্যমে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। নিষেকের ফলে ফুলের গর্ভাশয় ফলে এবং ডিম্বকসমূহ বীজে পরিণত হয়। প্রজননের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে বলে প্রজনন অঙ্গ।   জীবের প্রজনন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জীবনের প্রতিরূপ সৃষ্টির মাধ্যম- প্রজনন। জীবের বংশধর সৃষ্টির প্রক্রিয়া -প্রজনন। প্রজননের প্রকারভেদ- দুই প্রকার। ...