টবের গাছের জন্য মাছ ধোয়া পানি
মাছ ধোয়ার জন্য ব্যবহার করা পানি কিন্তু গাছের জন্য ভালো সারের কাজ করবে। টবের গাছের জন্য মাছ ধোয়া পানিতে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম এবং জৈব উপাদান। মাছ ধোয়ার পর পানিতে বেশিরভাগ উপকারী পুষ্টি উপাদান যেমন রক্ত, খনিজ পদার্থ এবং চর্বি ধুয়ে যায়। ওই পানিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম জৈব উপাদান ছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কয়েকটি ভিটামিন যেমন A, D, B6 এবং B12 । এগুলো গাছের বৃদ্ধির জন্য উপকারী।
মাছ ধোয়া পানি
মাছ ধোয়া পানি ব্যবহারে নিয়মিত তরল সার ব্যবহারের সুবিধা পাবেন। যা গাছে নিরবচ্ছিন্ন পুষ্টি সরবরাহ করে।
টবের গাছের জন্য মাছ ধোয়া পানি ব্যবহারের উপকার কী
মাটির ব্যাকটেরিয়ার কার্যকলাপ বৃদ্ধি করে।
ফল ও ফুলের গঠন ত্বরান্বিত করে।
গাছের উদ্ভিজ্জ বৃদ্ধিকে উদ্দীপিত করে। যেমন পাতা এবং কান্ডের বৃদ্ধি ঘটায়।
পাতা, ফুল এবং ফলকে...