টব থেকে পিঁপড়া দূর করবেন কী করে | থাকলো ১৫টি উপায়
সবুজের ছোঁয়া পেতে আমরা আমাদের বারান্দায় বা ছাদে স্বল্প পরিসরেই গাছ লাগিয়ে থাকি। সঠিকভাবে গাছের পরিচর্যা করে আমরা আমাদের বারান্দায় বা ছাদেই পেতে পারি বাগানের স্বাদ। তবে আমাদের এই সাধের বাগানে মাঝে মাঝে কিছু পোকা বা পিঁপড়া আক্রমণ করে যা আমাদের গাছের অনেক ক্ষতি সাধন করে থাকে। পিঁপড়া ছাড়াও মাঝে মাঝে ছোট ছোট শামুকের আক্রমণ ও লক্ষ্য করা যায়। এদের কবল থেকে গাছকে মুক্ত রাখতে হবে। চলুন আজ জেনে নিই টব থেকে পিঁপড়া দূর করবেন কী করে ।
টব থেকে পিঁপড়া দূর করবেন কী করে
১. গাছে পিঁপড়া আক্রমণ করলে পানিতে লেবুর রস মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। আক্রমণ বেশি হলে সপ্তাহে দুই দিন স্প্রে করতে হবে।
২. গাছের পাতায় ডিটারজেন্ট স্প্রে করলেও পিঁপড়া দূর হয়। পানিতে সামান্য পরিমান ডিটারজেন্ট গুলে নিয়ে পাতায় স্প্রে করতে হবে। সাধারনত বিকাল বেলা স্প্রে করা ভালো। তবে পরের দিন সকালে আবার পানি দিয়ে গাছের পাতা পরিষ্...