স্তনরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মিথিলা কর্মকারের পরামর্শ : স্তন ক্যান্সার প্রতিরোধে করবেন যেভাবে
স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন
ডা. মিথিলা কর্মকার
বাংলাদেশে ১৬ দশমিক ৯০ শতাংশ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে এই হার। আগে অনূর্ধ্ব ৪০ বছরের রোগী কম ছিল, এখন ২০-৩০ বছরের অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে।
কারণ
❏ খাদ্যাভ্যাসের পরিবর্তন, বিশেষ করে ফাস্ট ফুড, জাংক ফুড, কোল্ড ড্রিংকস, ভাজাপোড়া খাবারের প্রচলন বেড়ে যাওয়া।
❏ মেদ বেড়ে যাওয়া বা মুটিয়ে যাওয়া।
❏ প্রথম সন্তান বেশি বয়সে হওয়া অথবা সন্তান না হওয়া।
❏ জন্মনিয়ন্ত্রণ পিলের প্রভাব।
❏ ধূমপান, মদ্যপান।
❏ বংশগত কারণ। বিশেষ করে মা, খালা, নানি, দাদি, ফুফু, কাজিনদের স্তন বা ওভারির ক্যান্সার থাকলে।
লক্ষণ
❏ স্তনে ব্যথাযুক্ত চাকা।
❏ বগলে চাকা।
❏ স্তনের বোঁটা দিয়ে রক্ত যাওয়া, চুলকানি।
❏ বোঁটা স্তনের ভেতরে ঢুকতে শুরু করা।
❏ স্তনে বা বোঁটায় কোনো ঘা হওয়া...