Sunday, March 16

Tag: নাইটক্লাব

কেনিয়ার নাইটক্লাব থেকে ১২ নেপালি তরুণী উদ্ধার

কেনিয়ার নাইটক্লাব থেকে ১২ নেপালি তরুণী উদ্ধার

Cover Story
কেনিয়ার নাইটক্লাব থেকে ১২ নেপালি তরুণী উদ্ধার কেনিয়ার মোম্বাসা শহরের আবাসিক এলাকার একটি নাইটক্লাব থেকে ১২ নেপালি তরুণীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃত নারীরা সকলে সুস্থ ও নিরাপদ রয়েছে। শনিবার দেশটির গোয়েন্দারা নিয়ালির একটি নাইটক্লাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই ১২ নেপালি নারী মানব পাচারের শিকার বলে জানানো হয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগের পক্ষ থেকে। কেনিয়ার অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এক টুইটবার্তায় জানিয়েছেন, গোয়েন্দারা নিয়ালির একটি নাইটক্লাবে অভিযান চালায়। তারা সেই স্থান থেকে ১২ তরুণীকে উদ্ধার করে। তিনি জানান, নেপালি ওই তরুণীরা সকলেই মানব পাচারের শিকার। ক্লাবের মালিক একজন মালিককে গ্রেফতার করা হয়েছে। তার নাম আসিফ আমিরালী আলীবাই জেঠা। তিনি কানাডার নাগরিক। দক্ষিণ আফ্রিকাতে নেপালের দূতাবাস এ বিষয়টির তত্ত্বাবধান করছে। ওই দূতাবাসের ডেপুটি চীফ জানিয়েছেন...