Monday, December 23
Shadow

Tag: নাটকের স্ক্রিপ্ট

নাটকের স্ক্রিপ্ট : আমি তুমি সে : দৃশ্য ৫১ থেকে দৃশ্য ৬০

নাটকের স্ক্রিপ্ট : আমি তুমি সে : দৃশ্য ৫১ থেকে দৃশ্য ৬০

Stories
আমি তুমি সে নাটকের সব পর্ব (চিত্রনাট্য) ami tumi se natok full story দৃশ্য ৫১ থেকে দৃশ্য ৬০     দৃশ্য-৫১ সকাল। আউটডোর। কক্সবাজারের হোটেল।  সমুদ্রের ঢেউ। গর্জন শোনা যাচ্ছে।   জেরিন আর নাভিদ সৈকতে হাঁটছে। আরশাদ শিরিনের ছবি তুলছে।   জেরিন: একটা কথা সত্যি করে বলবে? নাভিদ: এর মানে কি! আমি কি সব সময় মিথ্যে বলি নাকি? জেরিন: না, তবে সম্ভাবনা আছে বলার। নাভিদ: আরে এত ভনিতার দরকার নেই। বলো কী বলবে। জেরিন: আহা.. সৈকতে এভাবে হাঁটছি। একটু সফটলি বলো। এমন মেজাজ গরম করে রেখেছো কেন। নাভিদ: হুম। জেরিন: আচ্ছা, কথাটা হলো তুমি কি শিরিনকে পছন্দ করে ফেলেছো। নাভিদ: (হাসলো) তুমি কত দিন ধরে এই বিষয়টা ভাবছো বলতো? জেরিন: কতদিন ধরে ভাববো। নাভিদ: তোমার ধারণা, গতকাল সন্ধ্যায় আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তাই না? জেরিন: (হাসি হাসি) না, ...

Please disable your adblocker or whitelist this site!