নিল নদ একটি ইতিহাসের নাম
নিল নদ । খ্রিস্টের জন্মের ৩১৫০ বছর আগে আফ্রিকা মহাদেশের রহস্যঘেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিসরীয় সভ্যতা। বিশ্বের দীর্ঘতম নদ এটি। পবিত্র হাদিস শরিফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সায়হান, জায়হান, ফুরাত ও নিল—এসব জান্নাতের নহরগুলোরই অন্তর্ভুক্ত। (মুসলিম, হাদিস : ২৮৩৯)
ইমাম নববী বলেন, এই নদ-নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হলো, এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে। (শরহুন নববী আলা মুসলিম : ১৭/১৭৭)
গ্রিক কবি হোমার তাঁর লেখা মহাকাব্য ‘ওডিসি’তে নিল নদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন। মিসর ও সুদানের নাইল এখন আন-নিল, আল-বাহর ও বাহর আন-নিল বা নাহার আন-নিল নামে পরিচিত। নিলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিসরের মধ্য দিয়ে প্রবাহিত, প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে। মিসরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নিলের ওপর ন...