বান্দরবানে ঘুরতে যাওয়ার জায়গা | বান্দরবানে কী কী দর্শনীয় স্থান আছে?
আকর্ষণীয় ও চোখ ধাঁধানো সবুজ পাহাড়, ঝর্ণা, বিভিন্ন দর্শনীয় স্থান ও রোমাঞ্চকর অনেক জায়গার জন্য বাংলাদেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য হলো বান্দরবান। বান্দরবানে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে লিখেছেন ইসরাত জাহান স্বর্ণা।
বান্দরবান জেলা বাংলাদেশের পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রামের প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। জনসংখ্যা প্রায় ৪ লাখ। আয়তন ৪,৪৭৯.০২ বর্গ কিলোমিটার। বান্দরবান জেলায় বাংলাদেশের ৩টি উচ্চতম স্থান আছে।
১. তাজিনডং(বিজয়)।
২. মৌদক মৌল (সাকা হাফং)।
৩. কেওক্রাডং।
বান্দরবানে ঘুরতে যাওয়ার জায়গা যেমন অনেক, তেমনি এর আছে সমৃদ্ধ ইতিহাসও। এর নামকরণের একটি কাহিনী আছে। এলাকার বাসিন্দাদের মতে, এই এলাকায় একসময় অনেক বানর বসবাস করত। বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে প্রায় সময় লবণ খেতে আসতো। কিন্তু এক সময় অনবরত বৃষ্টির জন্য ছড়ার পাড়ে পানি বৃদ্ধির জন্য বানররা...