
নীলগিরি নীলাচলের মেঘে মিশে
ফাতেমাতুজ জোহুরা তানিয়া : "সকাল তখন ঠিক ৫টা। শহরের রাস্তাগুলো তখনো ঘুমিয়ে। কুয়াশার চাদরে মোড়া চারপাশ, আর হালকা ঠান্ডা বাতাস যেন এক অদ্ভুত রোমাঞ্চের পূর্বাভাস দিচ্ছিল।ভোরের আলো তখনো ঠিকমতো ফুটেনি। জানালার ফাঁক গলে আসা হিমেল বাতাস যেন শহরের অলসতা ভাঙতে চাইছিল। সবার ফোনে বারবার নোটিফিকেশন আসছিল—'দেরি করিস না, রেডি হয়ে যা!'তবু তানি আর নিহা ছাড়া কেউ তখনো পুরোপুরি প্রস্তুত নয়। শহরের কোলাহল থেকে দূরে এক নতুন অভিযানের ডাক আমাদের সকলকে একত্র করেছিল। গন্তব্য—নীলগিরি আর নীলাচলের স্বপ্নময় সৌন্দর্য।"
বন্ধুদের সঙ্গে বান্দরবানের নীলগিরি যাওয়ার পরিকল্পনাটা একেবারে হুট করেই হয়েছিল। নয়নের ছিল ঘোরার পাগলামী, আর আনসারের ছিল খোঁজখবর নেওয়ার দায়িত্ব। লাহা আর হিমু সবসময় যেমন তেমন, জমিরের ছিল হাসি-ঠাট্টার ভাণ্ডার। আর সুহানা? আমাদের দলের প্রাণ!"গাড়ির ব্যবস্থা করা প্রথম চ্যালেঞ্জ। কয়েকজন মাইক্...