ধর্ষণে পেটে সন্তান নিয়ে একঘরে শিশুটি
ধর্ষণে পেটে সন্তান নিয়ে একঘরে শিশুটি
জন্ম নিবন্ধনে দেওয়া তারিখ অনুযায়ী (৩১ ডিসেম্বর ২০০৫) শিশুটির বয়স ১৩ বছর ৩ মাস ২২ দিন। আর এই শিশুটিই আর ক'দিন পর জন্ম দিতে যাচ্ছে আরেকটি শিশুর। তাকে প্রতিবেশী দুই স্কুলছাত্র 'পালাক্রমে ধর্ষণে'র কারণে সে এখন ৭ মাস ২২ দিনের অন্তঃসত্ত্বা (আলট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী) বলে জানা গেছে। এখন, একদিকে সে অসুস্থ হয়ে শয্যাশায়ী আর অন্যদিকে সামাজিকভাবে ও লোকলজ্জায় তার পরিবার এখন একঘরে অবস্থায় দিনাতিপাত করছে।
স্থানীয় ইউপি সদস্য, দলীয় লোকজন ও গ্রাম্য মাতব্বরদের কারণেই এত দিন কোনো ধরনের আইনি সহায়তা নিতে পারেনি বলে অভিযোগ করে মেয়েটি ও তার পরিবার। এমনই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের সিংরুইল হিন্দুপাড়া গ্রামে।
খবর পেয়ে আজ দুপুরে ওই গ্রামে গেলে দেখা যায়, লোকলজ্জা ও শরীর অসুস্থ হয়ে কাবু হয়ে যাওয়া শিশুটি...