বদলে যাচ্ছে ফুটবলের পাঁচ নিয়ম
বদলে যাচ্ছে ফুটবলের পাঁচ নিয়ম
সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে খেলা, বদলে যাচ্ছে খেলার নিয়মকানুন। ক্রিকেটের পর এবার ফুটবলেও নিয়মের পরিবর্তন হচ্ছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফিফার হয়ে ফুটবলের নিয়ম-কানুন দেখাশোনা করে। এবার তারা ফুটবলে ৫টি নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ১লা জুন থেকে নতুন ৫ নিয়মে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে খেলা হবে। দেখে নেওয়া যাক সেই পাঁচ নিয়ম :
১. পেনাল্টির নতুন নিয়ম : এতদিন পর্যন্ত ম্যাচ চলাকালীন পেনাল্টি কিক নেওয়ার পর গোলকিপার প্রথমে সেটি ঠেকিয়ে দিলেও ফিরতি বলে শট নিয়ে গোল করার সুযোগ ছিল। এবার এই নিয়মে বদল হচ্ছে। গোলকিপার একবার বল ঠেকিয়ে দিলে আর ফিরতি বলে শট নিয়ে গোল করা যাবে না। এক্ষেত্রে সেন্টার কিক থেকে খেলা শুরু হবে।
২. হ্যান্ডবলের নিয়মে পরিবর্তন : এবার থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই ফুটবলারের হাতে বল লাগুক না কেন, সেটা হ্যা...