বসন্ত: রঙ, গন্ধ, আর ভালোবাসার ছোঁয়া
বসন্ত এলে প্রকৃতি যেন রঙের ছোঁয়ায় নতুন করে প্রাণ পায়। গাছে গাছে কচি পাতার মেলা, বনে বনে ফুলের হুল্লোড়, আর বাতাসে মিশে থাকা মৃদু মধুর সুবাস—সবকিছু মিলিয়ে বসন্ত এক অপার আনন্দের ঋতু।
মাঘ-ফাল্গুনের সন্ধিক্ষণে যখন হিমেল শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে, তখন প্রকৃতি জেগে ওঠে নতুন এক প্রাণচাঞ্চল্যে। কৃষ্ণচূড়া আর পলাশের রঙিন মেলা জানান দেয়, বসন্ত এসে গেছে। আমের মুকুলের ঘ্রাণে বাতাস ভরে ওঠে, কোকিলের ডাকে মন ভেসে যায় এক অদ্ভুত মোহে।
শুধু প্রকৃতি নয়, বসন্ত মানুষের মনেও ছড়িয়ে দেয় এক অনির্বচনীয় উচ্ছ্বাস। ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব মিলেমিশে রাঙিয়ে তোলে হৃদয়ের আকাশ। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবির বাহার, রং ছড়ানো আবিরের ছোঁয়া—সব মিলিয়ে বসন্ত এক প্রেমের কবিতা হয়ে ধরা দেয়।
বসন্তের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার ক্ষণস্থায়িত্ব। এই ঋতু যেন এক প্রিয় অতিথির মতো, সামান্য সম...
