Monday, September 16
Shadow

Tag: বাঁধ

স্যাটেলাইটের মাধ্যমে তংথিং বাঁধে চোখ রাখবে চীন

স্যাটেলাইটের মাধ্যমে তংথিং বাঁধে চোখ রাখবে চীন

China
সিএমজি বাংলা: মধ্য চীনের তংথিং হ্রদে সম্প্রতি বাঁধ ধসের ঘটনার পর উদ্ধার প্রচেষ্টা সংক্রান্ত কাজে চীনের জরুরি কর্তৃপক্ষ বেশ কয়েকটি স্যাটেলাইট মোতায়েন করেছে। হুনান প্রদেশের ইউইয়াং শহরের অধীনে হুয়ারং কাউন্টির একটি বাঁধ ভেঙে গত ৫ জুলাই এলাকায় বন্যা হয়। ওই সময় অগ্নিনির্বাপক, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবক এবং পুলিশসহ হাজার হাজার উদ্ধারকারী মানুষের জানমাল রক্ষা ও বাঁধ মেরামতে অক্লান্ত পরিশ্রম করেছেন। শনিবার স্যাটেলাইট বিশেষজ্ঞরা বলেছেন, ফেংইয়ুন স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত এলাকা এবং উজানের অঞ্চলে বৃষ্টিপাতের তথ্য রিয়েল-টাইম পর্যবেক্ষণ করবে এবং তথ্য সরবরাহ করবে। শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি (এসএসিটি), চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের (সিএএসসি) একটি সহযোগী সংস্থা বলেছে, ফেংইয়ুন স্যাটেলাইট বা এফওয়াই স্যাটেলাইটগুলো চীনের তংথিং হ্রদ বিপর্যয়ের পর ত্রাণ প্র...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!