বিকাশের নতুন প্রতারণা
নতুন বিকাশ প্রতারণা : ‘আপনার নাম্বারে ভুল করে টাকা গেছে’ এটা ছিল প্রতারণার পুরনো স্টাইল। ব্যবহারকারী ব্যালেন্স চেক করলে দেখতো যে টাকা আসেনি। কিন্তু এখন ধরন বদলেছে। প্রতারকরা এখন বিকাশ এজেন্টের খাতা থেকে টুকে নিচ্ছে টাকা গ্রহীতার নাম্বার। তারপর দেখে নিচ্ছে কত টাকা বিকাশ করা হলো। তারপর সেই গ্রাহককে ফোন করে বলা হচ্ছে, ভুল করে টাকা চলে গেছে, দয়া করে ব্যালেন্স চেক করুন।
গ্রাহক এতে বিভ্রান্তিতে পড়ছে, কারণ ব্যালেন্স চেক করলে দেখছে টাকা ঠিকই এসেছে। তিনি ভাবছেন, সত্যিকার অর্থে তাকে যিনি টাকাটা পাঠিয়েছেন, তিনি হয়তো এখনো পাঠাননি, পরে পাঠাবেন।
এমন এক প্রতারকের নম্বর- 01852-053902
এ নম্বরের বিকাশ একাউন্টধারীর নাম- মোসা. আহ্লাদি খাতুন।...