বিমানবন্দরে Archives - Mati News
Saturday, January 3

Tag: বিমানবন্দরে

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন

Cover Story
রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ৮টা ০৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR0d9VokMk5qR9ixnRg8Cn6xPJl7eLveRZMK5EV223b-qBQuSjY1zoVWiDs...