বিরহ প্রেমের গল্প : তিন রেখা প্রেম : পর্ব ১
লেখক: এআই চট্টোপাধ্যায়
“তুমি আবার আমার জায়গায় বসেছ কেন?”সাদিয়ার কণ্ঠে বিরক্তি।
মাহি চোখ তুলে তাকাল।“এই বেঞ্চে তোমার নাম লেখা আছে নাকি?”
“আছে,” সাদিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, “আলম বসে এখানে। আমি তার পাশে বসি।”
মাহি হেসে ফেলল।“আলম সবার বন্ধু। শুধু তোমার না।”
দূরে দাঁড়িয়ে আলম আলমগীর সব শুনছিল। সে শুধু বলল,“এই এই, যুদ্ধ বন্ধ করো। দুজনেই আমার বন্ধু।”
সাদিয়া মুখ ফিরিয়ে নিল।মাহিও চুপ করে গেল।
ক্যাম্পাসে এই দৃশ্য নতুন না। সাদিয়া—শান্ত, গভীর চোখের মেয়ে। মাহি—চঞ্চল, সরাসরি কথা বলা। দুজনের একটাই মিল—মাহি আলমকে ভালোবাসে, আর সাদিয়াও।
কিন্তু আলম?সে শুধু বন্ধু হিসেবেই জানে।
একদিন ক্যান্টিনে—
মাহি বলল,“তোমার সমস্যা কী আমার সাথে?”
সাদিয়া শান্তভাবে জবাব দিল,“সমস্যা নেই। শুধু… তুমি আলমকে নিয়ে বেশি কথা বলো।”
“কারণ আমি তাকে ভালোবাসি,” মাহি সোজাসাপ্টা বলল...


