নোটিশ পাচ্ছেন নৌকার বিরোধিতা করা মন্ত্রী-এমপিরা
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত চার ধাপের উপজেলা নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীদের বিরোধিতা করা মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শিগগিরই ওই সব মন্ত্রী ও সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সূচনা বক্তব্যের পর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত এ বছরের শেষের দিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সাংগঠনিক তৎপরতার নানা পরিকল্পনা, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, পহেলা বৈশাখ ও পহেলা মে-তে কর্মসূচি গ্রহণের
বিষয়ে আল...