Monday, December 23
Shadow

Tag: বুলগেরিয়ায়

বুলগেরিয়ায় ৫ হাজার ডলারে কেনা যায় স্বর্ণের দাঁতওয়ালী মনের মতো বউ

বুলগেরিয়ায় ৫ হাজার ডলারে কেনা যায় স্বর্ণের দাঁতওয়ালী মনের মতো বউ

Cover Story
শফিকুল ইসলাম জীবনঃ ভাবছি একবার বুলগেরিয়ায় যাবো। ইচ্ছে আছে সেখানকার ঐতিহাসিক বউ বাজার ঘুরে দেখবো। ইচ্ছে যতই করুক, ওই বাজার থেকে বউ কেনার সাধ্য কিন্তু আপনার হবে না।কারন ভিন দেশী কারও কাছে ওই বাজারে বউ বিক্রির সুযোগ নেই। দক্ষিন পূর্ব ইউরোপের বালকান পেনিনসুলার স্বাধীন এবং সার্বভৌম এই দেশটির পশ্চিমে আছে কৃঞ্চ সাগর, উত্তরে রোমানিয়া এবং সার্বিয়া, পশ্চিমে মাসেডোনিয়া এবং দক্ষিনে গ্রীস ও সাইপ্রাস বা তুর্কির একটি অংশ। দেশটির দক্ষিন পূর্ব অঞ্চলের স্টারা জাগোরা নামক স্থানটিতে প্রতি বছর বসন্ত এবং গ্রীষ্মকালীন ধর্মীয় দিবসগুলোয় আয়োজন করা হয় জমজমাট হাট। সেই হাটে হাকডাক করে চলে বউ বিক্রি। অর্থডক্স খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত কালেদঝী গোষ্ঠির ওই হাটে দরকষাকষি করে বেচাকেনা হয় মনের মত বউ। দাম পড়ে তিন থেকে পাঁচ হাজার মার্কিন ডলার। দামটা অবশ্য নির্ভর করে চেহারা কত সুন্দর-তার ওপর। তারা পেশায় মুলত তাম্রকার। ...

Please disable your adblocker or whitelist this site!