ভারতে চিকিৎসা নিতে কীভাবে যাবেন!
বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক রোগি ভারতে চিকিৎসা নিতে যান। এর মধ্যে একটি বিরাট অংশ তামিল নাড়ুর ভেলোর শহর যান উন্নত চিকিৎসার জন্য। ভেলর শহরে CMC ( Christian Medical College ) ও শ্রী নারায়ণী (Sri Narayani ) Hospital অবস্থিত হওয়ায় সেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষের আনাগোনা বেশ বেশি। যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর রোগি ভেলোরে চিকিৎসা নিতে যান সেহেতু অনেকের মধ্যে প্রশ্ন যাগে ভেলোর কিভাবে যাবেন, যেতে কেমন খরচ, ডাক্তারের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যা? আপনাদের সুবিধার জন্য ভেলোরে চিকিৎসায় যাওয়ার আদোপ্যান্ত তুলে ধরা হলো।
যা যা প্রয়োজন
যেহেতু ভেলোর ভারতে অবস্থিত তাই আপনাকে আগে ভারত যাওয়ার ব্যবস্থা করতে হবে । বাংলাদেশ থেকে বাইরের যেকোনো দেশে যেতে হলে আগে আপনার প্রয়োজন পাসপোর্ট। এরপর লাগবে ভারতের ভিসা যা আপনারা ইন্ডিয়ান হাইকমিশন থেকে পাবেন। ভিসা হল যে দেশে যাবেন সেই দেশে প্রবেশ এবং অবস্থানের অনুমুতি প...