ভ্যাকসিন পাসপোর্ট, আরেক জাতপাতের ব্যবস্থা?
করোনাকালে বহু নতুন শব্দ হামেশা ব্যবহার করতে শিখছি আমরা। এ তালিকায় সর্বশেষ এল ‘ভ্যাকসিন পাসপোর্ট।’ ভ্যাকসিন পাসপোর্ট হচ্ছে কোনো নাগরিক টিকা নিয়ে ভাইরাসমুক্ত হয়ে আছেন, এমন নিশ্চয়তা। মানুষকে দরকারি জিনিসপত্রের সঙ্গে এখন থেকে ওই রকম টিকা সনদও সঙ্গে নিয়ে ঘুরতে হবে বলে মনে হচ্ছে।
কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে চালু হওয়া সব টিকার কার্যকারিতা নিয়েই অল্পবিস্তর বিতর্ক আছে। তারপরও বিশ্বজুড়ে এই ভাইরাসের টিকা দেওয়া ক্রমেই বাধ্যতামূলক করার নীরব আয়োজন চোখে পড়ছে। জুন পর্যন্ত হিসাবে প্রায় ৯০টি দেশ চলাচলের জন্য কোনো না কোনো ধরনের টিকা সনদ বাধ্যতামূলক করার কথা ভাবছে। আঞ্চলিক ধরনের ভ্যাকসিন পাসপোর্ট ধারণা নিয়েও কাজ চলছে। ইইউ ইতিমধ্যে এটা চালু করে দিয়েছে।
যে দেশে পাসপোর্টের ধরন যে রকমই হোক, প্রশ্ন উঠেছে, টিকার প্রক্রিয়া থেকে বাদ যাওয়া মানুষের তাহলে কী হবে? ভ্যাকসিন পাসপোর্ট কি তবে বিশ্বজুড়ে মানুষকে আবার নতুন...