ভ্রমণ বাংলাদেশ Archives - Mati News
Friday, December 5

Tag: ভ্রমণ বাংলাদেশ

মণিপুরী রাজবাড়ী : ইতিহাসসহ একটি প্রাসাদ

মণিপুরী রাজবাড়ী : ইতিহাসসহ একটি প্রাসাদ

Travel Destinations
মণিপুরী রাজবাড়ী সিলেটের অন্যতম প্রধান আকর্ষণ। এটি মির্জাজাঙ্গাল সিলেট-সদর এলাকায় অবস্থিত এবং সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মণিপুরের রাজা গম্ভীর সিং এবং তার ভাইদের দ্বারা নির্মিত হয়েছিল। এই ঐতিহাসিক ভবনটি ১৮২২-২৪ খ্রিস্টাব্দে সিলেট মহানগরের মির্জাজাঙ্গাল রোডে তৈরি হয়।   মণিপুরী রাজবাড়ীর ইতিহাস ১৯ শতকে নির্মিত মণিপুরী রাজবাড়ী প্রাসাদটি সিলেটের মির্জাজাঙ্গালে অবস্থিত। রাজা চৌরজিৎ সিং, মারজিত সিং এবং গম্ভীর সিং সেই সময়ে মণিপুরী রাজ্যের তিন ভাই ছিলেন। তারা এখানে একটি প্রাসাদ নির্মাণ করে এখানে বসবাস করতেন। পরে চৌরজিৎ সিং এবং মারজিত সিং ভানুগাছ কমলগঞ্জ উপজেলা এলাকায় বসতি স্থাপন করেন, রাজা গম্ভীর সিং মির্জাজাঙ্গাল প্রাসাদে অবস্থান করেন। ১৮২৬ সালে বার্মার সাথে যুদ্ধের পর, ব্রিটিশ সরকারের সহায়তায়, রাজা গম্ভীর সিং এবং তার পরিবার...