কাস্টমস কর্মকর্তা সেজে যেভাবে ‘ ভয়ানক প্রতারণা ’ করতেন তারা
কাস্টমস কর্মকর্তা সেজে ভয়ানক প্রতারণা মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। র্যাবের অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তাদের ভয়ানক প্রতারণা সব কৌশল। শুধু তা-ই নয়, প্রতারণা করার সুবিধার্থে নিজেদের মধ্যে ‘সুনির্দিষ্ট’ সাংগঠনিক কাঠামোও তৈরি করেছে ওই চক্র।
মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। তারা কাস্টমস কর্মকর্তা সেজে নানা কৌশলে মানুষের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. নুরুল হক (৫৭), মো. শেখ আলম (৪৩), মো. ফিরোজ আলম (৫৭), মো. মোশারফ হোসেন (৫৪), মো. মাসুদ রানা (৪৩) ও মো. রেনু মিয়া ওরফে...