মেডিসিন ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার রাজিবুল ইসলামের পরামর্শ : মাইগ্রেন সমস্যায় করণীয়
মাইগ্রেন সমস্যায় করণীয়
ডা. রাজিবুল ইসলাম
মাথা ব্যথায় ভোগা লোকের সংখ্যা অনেক। তবে সব মাথা ব্যথাই কিন্তু মাইগ্রেন নয়। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার, মাথায় অন্য সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে।
লক্ষণ
মাথা ধরার নানা কারণ ও প্রকারভেদ রয়েছে। তবে মাইগ্রেনজনিত মাথা ব্যথার কিছু প্রাথমিক লক্ষণ থাকে। যেমন—
♦ মাইগ্রেনজনিত মাথা ব্যথা চোখের পেছনে, ঘাড়ে, মাথার পেছনে হতে পারে।
♦ হঠাৎ করেই শুরু হয়। অনেকে আগে থেকেও টের পান।
♦ প্রথম দিকে ব্যথার মাত্রা কম থাকলেও আস্তে আস্তে তীব্র হয় এবং তা চলতে পারে একটানা ৬ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত।
♦ সাধারণত ১০ বছর বয়স থেকে শুরু হয়। ৪৫ বছর বয়স পর্যন্ত বেশি হয়।
♦ পুরুষের চেয়ে নারীদের বেশি হয়।
♦ গা ম্যাজম্যাজ করে। বমি বমি ভাব হতে পারে।
♦ মাথা টন টন করে, অনেক সময় সেটা মাথার এক দিকে হয়।
♦ আলোর দিকে তাকাতে অসুবিধা হয়।
...