মায়ের Archives - Mati News
Friday, December 26

Tag: মায়ের

মায়ের শেকড়ের খোঁজে নেদারল্যান্ডের ছাত্রী নওমি বাংলাদেশে

মায়ের শেকড়ের খোঁজে নেদারল্যান্ডের ছাত্রী নওমি বাংলাদেশে

Cover Story
মায়ের শেকড়ের খোঁজে নেদারল্যান্ডের ছাত্রী নওমি উইলেমসেন (২১) ঘুরে গেলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়ার চর ও কাজিবাড়ি গ্রাম। তার মা লিপি বেগমকে তিন বছর বয়সে ঢাকার একটি অরফানেজ ট্রাস্ট থেকে দত্তক নিয়েছিলেন নেদারল্যান্ডের এক নাগরিক। আর নওমির জন্ম নেদারল্যান্ডে। নাড়ীর টানে শেকড়ের সন্ধানে গত বছর বাংলাদেশে এসেছিলেন নওমির মা লিপি বেগম। এবার ঘুরে গেলেন নওমি নিজেই। বাংলাদেশে আসা এবং এসে কেমন লাগছে তা জানতে চাইলে নওমি উইলেমসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমার নাম নওমি। নেদারল্যান্ড থেকে এসেছি। আমি জেনেছি যে ১৯৭৭ সালে আমার মাকে বাংলাদেশ থেকে দত্তক নেওয়া হয়েছিল। এই কারণেই আমি আমার মায়ের শেকড়ের সন্ধানে আমি জামালপুরে এসেছি। আমি নেদারল্যান্ডে বেড়ে উঠেছি। বাংলাদেশ সম্পর্কে আমার তেমন জানা নেই। আমার মায়ের জন্ম স্থান বাংলাদেশে সেই কারণে আমিও বাংলাদেশের একটা অংশ। যদিও আমি প্রথমবার এখানে এসেছি তাই আমি নিজেকে ...