মুখের ক্যান্সারের কারণ
নারী-পুরুষ উভয়ই মুখের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। ঠোঁট, গালের ভেতরের পর্দা, দাঁতের মাড়ি, জিহ্বা ও জিহ্বাসংলগ্ন মুখের অংশ, মুখের তালু, মুখ ও মুখগহ্বরের প্রতিটি অঙ্গই ক্যান্সারের আক্রান্ত হতে পারে। মুখের ক্যানসারের যেকোনো উপসর্গ ধরতে পারলে ডাক্তারের শরণাপন্ন হোন। এখানে এ ক্যান্সারের ১২টি উপসর্গ আলোচনা করা হলো।
মুখে ক্ষত
অধিকাংশ ক্ষেত্রে মুখের ক্ষত ভাইরাস দ্বারা সৃষ্ট ক্যানকার ক্ষত বা ফোঁড়ার মতো বিনাইন বা অনপকারী হয়ে থাকে। ক্লিভল্যান্ড ক্লিনিকের হেড অ্যান্ড নেক অনকোলজি স্পেশালিস্ট ব্রেইন বার্কি বলেন, ‘এসব সাধারণত দশ দিনের মধ্যে সেরে ওঠে, কিন্তু কোনো ক্ষত দুই সপ্তাহ বা তারও বেশি সময় লেগে থাকলে তা দুশ্চিন্তা করার মতো লক্ষণ হতে পারে।’ ক্ষতের গঠনবিন্যাসও আপনাকে ক্লু দিতে পারে যে এটি ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার। ডা. বার্কি বলেন, ‘অধিকাংশ ফোঁড়ার ক্ষত বা আলসার পাতলা ও নরম, যেখানে টিউমা...