‘ বিশ্বকাপ ’ চিন্তা বাদ দিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত মুমিনুল
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ নিয়ে আলোচনার শেষ নেই! কে থাকবে দলে আর কে থাকবে না তা নিয়ে নানা গুঞ্জন। তবে এরই মধ্যে নিশ্চিত দেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল হক সৌরভ থাকছেন না আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলে। এই কঠিন বাস্তব সত্যটা খুব ভালো করেই জানেন দেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১৮ই এপ্রিলের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অবশ্য তার একদিন পরই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন মুমিনুল। বিয়ের পিঁড়িতে বসবেন সেদিনই। মুমিনুল বর্তমানে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়েও। এ সময়ে নিজের ভাবনা নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, সামনেই বিশ্বকাপ।
খুব বেশিদিন বাকি নেই। অবশ্য প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে ক্রিকেটের সব বড় আসরে খেলার। কিন্তু আমি কিছুটা হলেও জানি যে আমার সুযোগ হয়তো নেই। তাই এ ন...