যে যিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দিবেন
যে যিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দিবেন
আবদুল্লাহ ইবনে উমর (রা:) বলেন, রাসূল (সা:) বলেছেন, একবার জনৈক ব্যক্তি এই বাক্যটি বলল। বাক্যটি শোনে আমল লিপিবদ্ধকারী দুই ফিরিশতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন না এ বাক্য পাঠের সওয়াব তারা কিভাবে লিখবে। তারা আকাশে আরোহণ করে বলল, হে আমাদের প্রভু! আপনার বান্দা একটি বাক্য বলেছে। আমরা বুঝতে পারছি না এর সওয়াব কিভাবে লিখব? যদিও আল্লাহ সবকিছু জানেন তবুও জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা বাক্যটি পাঠ করে আল্লাহকে শোনালেন। আল্লাহ বললেন, এ বাক্যের সওয়াব লিখার সামর্থ্য তোমাদের নেই। আমার বান্দা যা বলেছে তোমরা সেইটাই লিখে রাখ। সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে তখন আমি নিজে তাকে এর প্রতিদান দিব।
(ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিকা)
হে আমার প্রভু! আপনার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার প...