মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!
মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!
তার মাঝে আগামী প্রজন্মের মহাতারকা হওয়ার সমস্ত উপাদান খুঁজে পেয়েছেন ফুটবলবোদ্ধারা। বলা হচ্ছে মেসি-রোনালদো পরবর্তী যুগে এমবাপেই হবেন মহাতারকা। কাগজে-কলমেও অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ২০ বছর বয়সে পাঁচবারের ব্যালন ডি’র বিজয়ী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও অনেক বেশি গোল করেছেন প্যারিস সেইস্ট-জার্মেইয়ের (পিএসজি) এই তারকা।
মোনাকোর হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর ২০১৮ মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপে যোগ দেন ফরাসি লিগের জায়ান্ট ক্লাব পিএসজিতে । এসেই প্যারিসের ক্লাবটিকে ট্রেবল উপহার দিয়েছেন এমবাপে। তরুণ এই স্ট্রাইকারের কল্যাণে পিএসজি গতবার লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগের শিরোপা জয় করেছে।
এবারের মৌসুমেও পিএসজির হয়ে এমবাপে নিজেকে যথার্থই প্রমাণ করেছেন। তরুণ এই স্ট্রাইকার এবারের মৌসুমে লিগ ওয়া...