২৩ কোটি টাকার লটারি বিজয়ীকে পাওয়া যাচ্ছে না!
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকেট র্যাফেল ড্রতে এক কোটি দিরহাম (প্রায় ২৩ কোটি টাকা) জ্যাকপট জয়ী হয়েছেন এক প্রবাসী। কিন্তু কোনোভাবেই ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিগ টিকেট র্যাফেল ড্র কর্তৃপক্ষ।
হাজার হাজার কুপনের মাঝ থেকে তোলা একটি টিকেট প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আবু ধাবি বিগ টিকেট র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এক কোটি আমিরাতি দিরহাম (বাংলাদেশি ২২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৪৮ টাকা)।
টিকেটে দেয়া মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা হলে বিজয়ী ব্যক্তি ভুল ফোন নাম্বার টিকেটে দিয়েছেন বলে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়।
আবু ধাবি বিগ টিকেট র্যাফেল ড্র কর্তৃপক্ষ বলছে, কোটি দিরহাম জয়ী ওই ব্যক্তি একজন ভারতীয়। তিনি আরব আমিরাতেই বসবাস করেন। কিন্তু লটারি জয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোটি দিরহাম জ্যাকপট জয়ী ভারতীয় ওই প্রবাস...