লিপ-কিসে হতেপারে ‘কিসিং-ডিজিজ’
লিপ-কিসে হতেপারে ‘কিসিং-ডিজিজ’
ভালোবাসার অন্তরঙ্গ মুহূর্তে যখন ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে চুম্বন করা হয় জানেন কি অন্তরঙ্গতার সুযোগে আপনার শরীরে বাসা বাঁধতে পারে একাধিক অসুখ।এমন গুরুতর অসুখ রয়েছে, যার কোনও চিকিত্সা আজ অবধি নেই।গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ১০ সেকেন্ডের চুম্বনে শরীরে ঢোকে ৮০ মিলিয়ন অর্থাত্ ৮ কোটি ব্যাক্টেরিয়া। ঘনিষ্ঠ চুম্বনের সময় মুখ থেকে নিঃসৃত লালা থেকেই শরীরে অনুপ্রবেশ ঘটে এইসব ব্যাক্টেরিয়ার।চুম্বনের ফলে ঘটিত কয়েকটি ব্যাকটেরিয়া জনিত অসুখ হল — মাম্পস, শ্লেষ্মাজনিত ঘা, স্ট্রেপ থ্রোট, ‘হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’, মনোনিউক্লিওসিস, পেরিওডন্টাইটিস,মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা।
১. ঠান্ডা লেগে বা মরশুম পরিবর্তনের সময় মুখের অভ্যন্তরে ঘা হয়ে থাকলে, সঙ্গীকে লিপ কিস না-করাই বাঞ্ছনীয়। অধিকাংশ ক্ষেত্রে উপরের ঠোঁটে বা উপরের ঠোঁট ঘিরেই এই ঘা হতে দেখা যায়। এমতবস্থায় ঠোঁটে-ঠোঁটে ...