শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না
শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না
অনেক শিশু আছে যাদের খিদের কমতি নেই। খাচ্ছেও অনেক, তবু শিশু ঠিকমত বাড়ছে না। যতই খাক না কেন, বেশির ভাগ সময় নানা ধরনের অপুষ্টিতে ভোগে এরকম শিশুরা। কেউ বা আবার আক্রান্ত হয় অ্যানিমিয়ায়। নানা ধরনের নানা মাত্রার অপুষ্টি এরকম শিশুর শরীরমনের স্বাভাবিক বিকাশে বিপরযয় ডেকে আনে। শিশু বাড়ে স্বাবাবিকের তুলনায় কম।
শিশু বয়সে খাবারদাবারের প্রতি খুব বেশি মাত্রায় আগ্রহ থাকে অনেক শিশুরই। এরকম হতেই পারে, এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। কোন কোন শিশুর খিদে বেশি চনমনে হতে পারে সমবয়স্ক অন্য শিশুর তুলনায়, এটাও স্বাভাবিক। যথেষ্ট খাওয়াদাওয়া করছে শিশু অথচ ভুগছে নানা ধরনের অপুষ্টিতে। বাড়ছে অন্যদের তুলনায় কম, এরকম ঘটনা কিন্ত আদৌ স্বাভাবিক নয়। এরকম শিশু বেশির ভাগ সময় নানা শারীরিক সমস্যায় একটানা ভুগতে থাকে। বিশেষ করে পেটের রোগে। এসময় শিশুকে ডাক্তার দেখানো প্রয়োজন। যে সম...