ষষ্ঠ শ্রেণিতে ভর্তি: সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ কোটা
যেসব মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। ২০২০ সালের ভর্তি নীতিমালার ১৭ অনুচ্ছেদে স্পষ্ট করে এ নির্দেশনা জারি করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড মো. গোলাম ফারুক।
গত ২৩ নভেম্বর সই করা নির্দেশনাটি বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হয়। মহাপরিচালকের অফিস আদেশে সকল উপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে। আবেদন গ্রহণ শেষ হবে ৮ ডিসেম্বর।
সরকারি মাধ্যমিকে লটারি আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে ডিজি...