সঞ্চয় Archives - Mati News
Saturday, December 13

Tag: সঞ্চয়

সঞ্চয় বাড়ানোর ৬টি সহজ উপায়

সঞ্চয় বাড়ানোর ৬টি সহজ উপায়

Cover Story
৬টি সহজ উপায়ে বাড়িয়ে ফেলুন রোজের সঞ্চয় , রইল টিপস মাসের শেষের দিকে গিয়ে মনে হয়, ‘মাসটা যদি একটু তাড়াতাড়ি শেষ হতো!’ এমনটা হবে না যদি মেনে চলা যায় ৬টি সহজ উপায়।   ইনভেস্টমেন্ট, রেকারিং অ্যাকাউন্ট, নিদেন পক্ষে লক্ষ্মীর ভাঁড়— কতও ভাবেই না আমরা টাকা জমানোর চেষ্টা করি। প্রথম দুটি ক্ষেত্রে যদিও বা তা সম্ভব হয়, লক্ষ্মীর ঝাঁপির বেলায় কেমন যেন সব উলটো পালটা হয়ে যায়। ফলে মাসের শেষের দিকে গিয়ে মনে হয়, ‘মাসটা যদি একটু তাড়াতাড়ি শেষ হতো!’ কিন্তু, এমনটা হবে না যদি মেনে চলা যায় ৬টি সহজ উপায়। জেনে নিন সংক্ষেপে— ১। কোন খাতে কতও টাকা ব্যয় করতে চান বা প্রয়োজন— আগে সেটা ভেবে নিন। টাকা জমাতে হবে ভাবলেই যে তা করা যায়, তা নয়। মাসের শেষে ঠিক কতও টাকা জমালে নিজের উপর চাপ পড়বে না, আগে সেটা দেখে নিন। তার পরে অল্প অল্প করে জমানোর সেই অঙ্কটা বাড়িয়ে ফেলুন। ২। মাসে কত খরচ হয়, তা অবশ্যই হিসেব...