সপ্তম শ্রেণির আনন্দপাঠ : তোতাকাহিনী
সপ্তম শ্রেণির আনন্দপাঠ বইয়ের প্রথম গল্প তোতাকাহিনী গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোতাকাহিনী গল্পটি শিক্ষণীয় গল্প। এই গল্পে একটি পাখিকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আসলে পাখির সাথে পোষ মানানো কথাটা অধিক মানানসই। কিন্তু শিক্ষা কি দেওয়া যায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে সেটাই বুঝিয়ে দিয়েছেন।
তোতাকাহিনী : গল্প কাহিনি
তোতাকাহিনী গল্পে রাজা পাখি ছিল, পাখিটি গান গাইত। কিন্তু শাস্ত্র পড়ত না, উড়ত, লাফাইত, কিন্তু কোন কায়দা কানুন জানতো না। এসব কারণেই রাজা মন্ত্রীকে আদেশ দিলেন যেন পাখিটাকে শিক্ষা দেওয়া হয়। আর রাজার ভাগনেরা পেল পাখিটাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব। রাজপন্ডিতরা বিচার করলেন পাখিটির অবিদ্যার কারণ তার যে সামান্য খড়কুটোর বাসা সেখানে বিদ্যা বেশি ধরে না।
বিচার বিবেচনা করে বাসা বানানো হলো। স্যাকরা থলি বোঝাই বকশিস পেল সোনার খাঁচা বানাতে। বিদ্যা শিখাতে লি...