অভিনেতা সালেহ আহমেদ আর নেই
অভিনেতা সালেহ আহমেদ আর নেই
নন্দিত অভিনেতা সালেহ আহমেদ আর নেই। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ও প্রয়াতের মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এই জাত অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
২০১১ সালে স্ট্রোকের পর থেকে চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিলো এই অভিনেতার পরিবারের সদস্যরা। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার পাশে দাঁড়ান, তার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দেন সঞ্চয়ী পত্র হিসেবে।
সালেহ আহমেদের জন্ম বগুড়ার সারিয়া কান্দিতে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯১ সালে চাকরি থে...