সেক্সের Archives - Mati News
Friday, December 5

Tag: সেক্সের

সেক্সের পর কান্না, নারী-পুরুষের কিসের লক্ষণ?

সেক্সের পর কান্না, নারী-পুরুষের কিসের লক্ষণ?

Cover Story, Health, Health and Lifestyle
এক গবেষণায় বলা হয়, অর্ধেকের বেশি নারী এমনটা করেন। সঙ্গীর সঙ্গে রোমান্টিক সেক্সের পরও তারা পরম সুখে হাসেন না। বরং দুই চোখে অঝোর ঝারায় অশ্রু ঝরে। যৌনতার পর তারা নিজেদের দুর্দশাগ্রস্ত মনে করেন। 'সেক্সুয়াল মেডিসিন' জার্নালে প্রকাশিত এ গবেষণাপত্রে বলা হয়, এটা একটা মানসিক অবস্থা যাবে বলে 'পোস্ট-সেক্স ব্লুস'। টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এই মানসিক অবস্থার কথা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে 'পোস্টু কইটাল ডিসফোরিয়া বা পিসিডি' বলা হয়। সেক্সের পর চোখে পানি, বিষণ্নতাবোধ, আগ্রাসী মনোভাবের শিকার বলে মনে হওয়া এবং উৎকণ্ঠা বোধ হওয়া এ সমস্যার লক্ষণ। এ গবেষণায় আমেরিকায় ২৩০ জন নারীর ওপর জরিপ চালানো হয়। এদের ৫ শতাংশ জানান, বিগত মাসগুলোতে বেশ কয়েকবার তাদের এ সমস্যা হয়েছে। সেক্সের পর কান্না, নারী-পুরুষের কিসের লক্ষণ? ২০১১ সালে 'ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল হেলথ'-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ...