স্টেডিয়াম Archives - Mati News
Friday, January 23

Tag: স্টেডিয়াম

‘শেখ হাসিনা’ স্টেডিয়াম নির্মাণে তোড়জোড়

‘শেখ হাসিনা’ স্টেডিয়াম নির্মাণে তোড়জোড়

Cover Story
‘শেখ হাসিনা’ স্টেডিয়াম নির্মাণে তোড়জোড় পূর্বাচলে ৩৭ একর জায়গা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই ঘোষণা হয়েছিল সেখানেই নির্মিত হবে  দেশের  আরো একটি ক্রিকেট স্টেডিয়াম। সেটির নামকরণ হবে শেখ হাসিনা স্টেডিয়াম। তবে শঙ্কা ও সংশয় ছিল কবে এই স্টেডিয়াম দেখবে আলোর মুখ! কেউ বলছিল তিন বছর কেউ বা ৫ বছর। তবে বিসিবি এই স্টেডিয়াম নির্মাণে শুরু করেছে তোড়জোড়। খুব দ্রুতই তারা কাজ শুরু করতে প্রস্তুত। গতকাল  এক সভা শেষে বিসিবির পরিচালক মাহবুবুল আনাম জানিয়েছেন কাজ শুরুর দুই বছরের মধ্যেই নির্মাণ সম্পন্ন হবে স্টেডিয়ামটি। তিনি বলেন, ‘স্টেডিয়ামের কাজ আগামী শীত মৌসুমের আগে শুরু করা হবে না। বিসিবি অলরেডি একটা কনসেপ্ট ড্রয়িং করেছে। ওই কনসেপ্ট ড্রইংটাকে এনলার্জ করা এবং এর মধ্যে আমাদের অন্য যে জিনিসগুলো থাকবে,  ড্রেসিংরুম বলেন বা যাই বলেন, সেগুলোকে আরও ডিটেইল করা। বিসিবি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়...