৬জি যোগাযোগ প্রযুক্তিতে বড় সাফল্য চীনা বিজ্ঞানীদের
চীনা বিজ্ঞানীরা আল্ট্রা-ওয়াইডব্যান্ড ফোটোনিক-ইলেকট্রনিক সমন্বিত প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন, যা ভবিষ্যতের ৬জি বেতার যোগাযোগকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করবে। সম্প্রতি পিকিং বিশ্ববিদ্যালয় ও হংকংয়ের সিটি ইউনিভার্সিটির যৌথ গবেষণায় অজিংত হয়েছে এ সাফল্য।
চার বছরের প্রচেষ্টায় বিশ্বের প্রথম আল্ট্রা-ওয়াইডব্যান্ড সিস্টেম তৈরি করেছে চীনা গবেষণাদলটি, যা উচ্চগতির ও ফ্রিকোয়েন্সি-নিয়ন্ত্রিত বেতার সঞ্চালনে সক্ষম। বিস্তারিত প্রকাশিত হয়েছে খ্যাতনামা জার্নাল নেচার-এ।
৬জি প্রযুক্তিতে একাধিক ব্যান্ডে একইসঙ্গে অতিদ্রুত ডেটা আদান-প্রদানের প্রয়োজন হয়। কিন্তু প্রচলিত ইলেকট্রনিক হার্ডওয়্যার নকশা, গঠন ও উপাদানের কারণে সীমিত ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সীমাবদ্ধতা কাটাতে নতুন সিস্টেমটি ০.৫ গিগাহার্টজ থেকে ১১৫ গিগাহার্টজ পর্যন্ত যেকোনো ফ্রিকোয়েন্সিতে সঞ্চালন করতে পারে—যা বর্তমানে...
