বিস্ময়ে ভরা ভ্রমণ
প্রাচীন অনাবিষ্কৃত স্থানে ভ্রমণ -এর মাধ্যমেই কিছু রহস্যের জট খুলবে ও অপেক্ষাকৃত কম জানা ঐতিহাসিক আশ্চর্যগুলো সম্পর্কে জানা যাবে। চলুন ভ্রমণ করে আসা যাক বিস্ময়কর কিছু স্থান থেকে।
জলের ওপর ভাসমান দ্বীপপুঞ্জ, আগ্নেয় শিলার তৈরি পাতাল শহর, পাথর কেটে তৈরি প্রাগৈতিহাসিক স্থান আকারে এত বড় যে, যে কেউই অবাক বিস্ময়ে ভাববে কিভাবে এই পাথরগুলো কাটা হয়েছে এবং এখানে টেনে আনা হলো। তবে চলুন কিছু অজানাকে জানি। পৃথিবীর জানাশোনা আশ্চর্যজনক স্থান আছে অনেক। তবে আমরা আজ আপনাকে অতীতের এমন কিছু জায়গা সম্পর্কে জানাবো যেগুলো রহস্যে ঘেরা ও যার সম্পর্কে খুব কমই জানা হয়েছে।
দেরিংকিউ, তুরস্ক
একটি স্কুল, একটি ওয়াইনরি (ওয়াইন তৈরির কারখানা), আস্তাবল ও চার্চের সমন্বয়ে সাজান এই মাল্টি-লেভেল পাতাল শহরটি কাপ্পাদোকিয়ায় অবস্থিত। খ্রীষ্টপূর্ব সপ্তম ও অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ের এই শহরটি আগ্নেয় শিলার অনন্য বিন্যাসে তৈরি। শ...