দুই বিস্ময়কর রঙিন লেক
গোলাপি পুকুর
Hillier Lake Australia
৬০০ মিটার লম্বা ও ২৫০ মিটার চওড়া লেকটির নাম ‘হিলিয়ার’। আছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মিডল আইল্যান্ডে। যে কারও নজর কাড়বে আগাগোড়া উজ্জ্বল গোলাপি এ লেক। বিজ্ঞানীদের মতে, দুনালিয়েলা নামের একটি ক্ষুদ্র অণুজীবের কারণেই এমন বাহারি রং পেয়েছে লেকটি। এ অণুজীব ক্যারোটেনয়েড নামে একটি পিগমেন্ট তৈরি করে, যা কিনা আমাদের চেনা গাজরেও রয়েছে। আবার, লেকের লবণাক্ত পানির সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটের রাসায়নিক বিক্রিয়াও এমন রঙের জন্য দায়ী। হিলিয়ার লেকে চাইলে সাঁতার কাটা যাবে অনায়াসে। কারণ, দুনালিয়েলা মানুষের শরীরের কোনো ক্ষতি করে না। তবে দুর্গম হওয়ার কারণ এ লেকে পর্যটকের আনাগোনা বেশ কম।
ছোপ দাগের লেক
দেখলেই মনে হবে নির্ঘাত কেউ পানির ওপর ছোপ ছোপ রং ঢেলে দিয়েছে। আদতে কাজটা করেছে প্রকৃতি। কানাডার ওকানাগান উপত্যকায় গেলে দেখা মিলবে আজব এ লেকের।লেকের ওপর এমন ফুটকিওয়া...