৬০ লাখ ইএফডি কবে বসবে?
প্রকৃত ভ্যাটের ছিটেফোঁটাও পাওয়া যায় না দেশের বেশিরভাগ দোকানির কাছ থেকে। গ্রামের দোকানির কথা তো বাদই রাখা যায়, শহরের বড় দোকানগুলোও দেদার ফাঁকি দিচ্ছে ভ্যাট। এমন জেনারেল স্টোরও আছে যাদের দিনে বেচাকেনা লাখ টাকার বেশি হলেও দেখা যাচ্ছে ভ্যাট নিবন্ধনই নেই। এ অবস্থায় কয়েক লাখ দোকানিকে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস তথা ইফএফডি বিতরণের পরিকল্পনা নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিন্তু দোকানের সংখ্যা যেখানে ৬০ লাখেরও বেশি, সেখানে এ পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র চার হাজার ইএফডি। অর্থবছর পার হলে এ যন্ত্র পেতে পারে বড়জোর আরও ছয় হাজার ব্যবসায়ী।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মনে করেন, ‘দোকানিরা ভ্যাট নিবন্ধন নিতে চায়। হিসাব-নিকাশ রাখার জন্য ইএফডি দেওয়া হলে সবাই ভ্যাট দেবো। তখন ভুল বোঝাবুঝি থাকবে না।’
ব্যবসায়ীরা এনবিআর’র নির্দেশনা মানেননি
এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দু...