Monday, December 23
Shadow

Tag: Before sleeping

রাতে ঘুমানোর আগে করণীয়

রাতে ঘুমানোর আগে করণীয়

Cover Story, Islam
রাতে ঘুমানোর আগে করণীয় রাসুল (সা.) রাতে ঘুমানোর আগে খাবার ঢেকে রাখা এবং আগুন নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ওপর আমল করলে একদিকে যেমন ইবাদতের সওয়াব পাওয়া যাবে, তেমনি রক্ষা পাওয়া যাবে পার্থিব অনেক বিপদ থেকেও। যেমন—রাতের বেলা খাবার ঢেকে না রাখার দরুন সেখানে বিভিন্ন বিষাক্ত কীটপতঙ্গ ও প্রাণী হানা দেয়। সেগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। আবার রাতে এখন চেরাগ না জ্বালালেও অনেকে চুলায় কাপড় শুকান, যা একদিকে যেমন গ্যাসের অপচয় করে, তেমনি রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করার নামান্তরও।   হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা দরজা বন্ধ করবে, পানির পাত্রের মুখ বাঁধবে, পাত্রগুলো উল্টে রাখবে কিংবা বলেছেন পাত্রগুলো ঢেকে রাখবে, বাতি নিভিয়ে দেবে। কেননা শয়তান বন্ধ দুয়ার খুলতে পারে না, মশকের গিঁট খুলতে পারে না, পাত্রের মুখও অনাবৃত করতে পারে না। (বাতি নিভিয়ে দেবে...

Please disable your adblocker or whitelist this site!