রক্তনালিতে ব্লক হলে : ডা. জি এম মকবুল হোসেন
রক্তনালিতে ব্লক হলে
ডা. জি এম মকবুল হোসেন
হার্ট পাম্প করলে সারা শরীরে রক্ত পৌঁছে যাওয়ার মসৃণ রাস্তাগুলোকে রক্তনালি বলে। এটা ধমনি, শিরা বা রগ নামেও পরিচিত। এসব রক্তনালি হাত, পা, বুক, পেটসহ সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আছে। তবে নানা কারণে এসব রক্তনালির কোথাও ব্লক হতে পারে, সরু হতে পারে বা স্বাভাবিকের চেয়ে মোটাও হয়ে যেতে পারে। আর এসব ঘটলে তখন সেই রক্তনালির চিকিৎসার দরকার পড়ে।
রক্তনালিতে ব্লক কারণ
বিভিন্ন কারণে রক্তনালির গায়ে চর্বি জমে রক্তনালি ব্লকড হয়ে সরু বা বন্ধ হয়ে যেতে পারে, আবার মোটাও হয়ে যেতে পারে। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো—
♦ ধূমপান।
♦ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ।
♦ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।
♦ রক্তে অতিমাত্রায় চর্বি।
এর মধ্যে ধূমপান বর্জনযোগ্য। আর অন্যগুলো নিয়ন্ত্রণযোগ্য।
উপসর্গ
♦ হাঁটলে পায়ে ব্যথা হয়, বিশ্রাম নিলে কিছুটা...