ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান : অধ্যায় ৫-১২ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
আজ থাকলো ষষ্ঠ শ্রেণির বিজ্ঞানের অধ্যায় ৫ থেকে অধ্যায় ১২ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান : অধ্যায় ৫ প্রশ্ন ও উত্তর
১. পৃথিবীর সমস্ত শক্তির উৎস কী?
উত্তর: সূর্য।
২. সালোকসংশ্লেষণের প্রধান স্থান কোনটি?
উত্তর: পাতা।
৩. পাতা কেন বেশি পরিমাণে সূর্যরশ্মি নিতে সক্ষম?
উত্তর: পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ার কারণে বেশি পরিমাণে সূর্যরশ্মি নিতে পারে।
৪. উদ্ভিদের কোন অংশে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে?
উত্তর: পাতায়।
৫. পাতা কীসের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে?
উত্তর: পত্ররন্ধ্র।
৬. স্থলজ উদ্ভিদ কীসের মাধ্যমে পানি শোষণ করে?
উত্তর: মূলরোম।
৭. জলজ উদ্ভিদগুলো পানি সংগ্রহ করে কীভাবে?
উত্তর: দেহতলের মাধ্যমে।
৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রধ...