crow Archives - Mati News
Friday, December 5

Tag: crow

কাক যে কাজ করছে দেখলে চমকে যাবেন (ভিডিওসহ)

কাক যে কাজ করছে দেখলে চমকে যাবেন (ভিডিওসহ)

Cover Story
মানুষকে শতবার বুঝিয়েও লাভ হচ্ছিল না প্রশাসনের। তাই করভিড ক্লিনিং নামের সুইডিশ কোম্পানিটি ঠিক করলো তারা পাখিকেই বোঝাবে। পাখির মধ্যে সবচেয়ে বুঝদার হলো কাক। সুতরাং কাককেই তারা বেছে নিলো প্রশিক্ষণার্থী হিসেবে। কাজটা হলো রাস্তায় পড়ে থাকা সিগারেটের টুকরো একটি নির্দিষ্ট ডাস্টবিনে জড়ো করা! কাকের প্রশিক্ষণে ভালোই দক্ষতা আছে করভিড ক্লিনিংয়ের। তাই খুব বেশি বেগ পেতে হয়নি। কাকগুলোকে বার বার দেখিয়ে শেখানো হয়েছে, রাস্তায় পড়ে থাকা সিগারেটের টুকরো কুড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেললে পুরস্কার হিসেবে তারা পাবে খাবার। কাকেরাও দলবেঁধে শুরু করলো কাজ। এদিকে সুইডেনের রাস্তায় সবচেয়ে বেশি যেটা পড়ে থাকে সেটা হলো সিগারেটের অবশিষ্ঠাংশ। গুনে দেখা গেলো মোট অপচনশীল আবর্জনার ৬২ ভাগই ওটা। তাই শুরুতে ওটা সংগ্রহ করার প্রশিক্ষণই দেওয়া হলো কাকের দলকে। পরীক্ষামূলক প্রশিক্ষণপর্বে সফল প্রতিষ্ঠানটি। অনেকগুলো কাক ...