ডেনমার্কের শান্তির রহস্য কি জেনে নিন
ডেনমার্কের শান্তির রহস্য
২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিসোর্ট এর তালিকায় বিশ্বের প্রথম তিন ‘আনন্দিত দেশের' মধ্যে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। এর আগেও ছয়বার এই খ্যাতি লাভ করেছে দেশটি।
দেশটিতে এত আনন্দ কেন থাকে? সেই কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ বিশেষজ্ঞই এ একমত হয়েছেন যে, সে দেশের ‘হাইজি' সাংস্কৃতিক নির্মাণের জন্য। ‘হাইজি' শব্দটিকে স্থানীয়ভাবে তারা উচ্চারণ করেন ‘হো-গা' বলে। শব্দটি ২০১৭ সালে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পায়। ‘হাইজি' শব্দের অর্থ হিসেবে সেখানে লেখা হয়েছে আরামদায়ক বা ‘কোজি' শব্দটি। এই ‘কোজি' শব্দটি বোঝায় যে, ওই এলাকার পরিবেশ যথেষ্ট আরামদায়ক এবং নৈকট্যপূর্ণ।
ভালোবাসার মানুষের সঙ্গে একটি সন্ধ্যা যাপন করাও হাইজি। একটি রৌদ্রজ্জ্বল ঝলমলে দিনে পিকনিক করাও এক অর্থে সেখানে ‘হাইজি'। প্রিয় বন্ধুর সঙ্গে এক কাপ কফি নিয়ে আড্ডাও ‘হাইজি', এমনকি শীতের দিনে ফায়ার প্লেসের সামনে উষ্ণতা...