
ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট) ও গাছের যত্ন
ইপসম সল্ট কী?
ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট) একটি রাসায়নিক যৌগ যেখানে ম্যাগনেসিয়াম, সালফার ও অক্সিজেন থাকে। এটি গাছের জন্য অত্যন্ত উপকারী, যা সঠিকভাবে ব্যবহার করলে গাছের বিভিন্ন সমস্যা সমাধান করা যায়।
ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট) গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি পাতার রং উজ্জ্বল করে, ফল-ফুলের বৃদ্ধি বাড়ায় এবং গাছকে স্বাস্থ্যকর রাখে। সঠিক ব্যবহার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।
ম্যাগনেসিয়ামের অভাবের লক্ষণ
গাছে ম্যাগনেসিয়ামের অভাব হলে নিম্নলিখিত লক্ষণ দেখা যায়—
পুরোনো গাছ ঝিমিয়ে পড়া
টবে বসানো নতুন চারা দুর্বল হয়ে যাওয়া
গাছের পাতার রং ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া
পাতার আকৃতি কুঁকড়ে যাওয়া
গাছের বৃদ্ধি কমে যাওয়া
গাছ দুর্বল হয়ে যাওয়া
ফুল ও ফল কম হওয়া বা আকারে ছোট হওয়া
ইপসম সল্ট ব্যবহারের পদ্ধতি
গাছে ইপসম...