বন্যাদুর্গতের ১লাখ মার্কিন ডলার অনুদান দিল চীনা রেড ক্রস
বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে রেড ক্রস সোসাইটি অফ চায়না। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে এক লাখ মার্কিন ডলারের চেক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াও ওয়েন। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর হাতে প্রথমে ফুল এবং পরে ডলারের চেক তুলে দেন তিনি।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেংসহ চীনা দূতাবাসের প্রতিনিধিদল ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দল। বাংলাদেশের এমন দুর্যোগে সব সময় পাশে থাকার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।“তাই আমরা বাংলাদেশের এই কঠিন সময়ে একসঙ্গে কাজ করতে চাই, পাশে থাকতে চাই। আমরা এর আগে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান দিয়েছি।আমাদের দূতাবাসের প্রতিনিধিদল বন্য...